মধ্যবিত্ত নাম একটা চরিত্র মাত্র।
প্রায় শোনা যায়, পত্রিকায়, বিভিন্ন পেজে, নাটকে, আরো বিভিন্ন নাম জানা অজানা পাতায় মধ্যবিত্ত পরিবারে কথা। এমনভাবে লেখালেখি করা হয় মনে হয় মধ্যবিত্তরা গরীবের চেয়েও গরীব। সংসারের অভাব অনটন, ছোট ভাই বোনের টাকা জোগাড় করা এসব চিত্রগুলা এমনভাবে তুলে ধরা হয় মনে হয় তারা গরীবের দাস।
তারপর ছেলেটার লেখপড়ার খরচ জোগাড় এসব কিছুই মধ্যবিত্তের যদি অবস্থান হয়, তাহলে ভাই এখানে আমি কিছু বলতে চাই।
আপনি তো একটা বুদ্ধি জ্ঞানবান মানুষ। ভাই উপরের লেখাগুলো যদি সত্যি নিম্নমানের অভাব হয় তাহলে, আপনি একবার কি কখনো ভেবে দেখেছেন? ঐসব ছেলেদের কথা যারা টাকা পয়সার অভাবে লেখাপড়া ছিকাই তুলে রেখেছে। ক্লাস ৫ পার হতে না হতেই তার আসন হয় রিকসায়। কোনদিন ১ বেলা, কোনদিন ২ বেলা, আবার কোনদিন কোন বেলা ছাড়াই দিন পাড়ি দিচ্ছে। যে কলেজ থাকবার ছিল তার ক্যাম্পাস এর আড্ডা আর আজ সেই কলেজ তার বাদাম বিক্রির স্থান।
এখন সময় তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা, আর আজ সে বাদাম বিক্রির জন্য মানুষকে Imprss করছে তবে এটার থেকেও কি আপনার কষ্ট বেশি? ভাই কথা গুলো আমি এমনি এমনি বলছি না। সত্যকে সামনে রেখে স্তর মাফিক তুলে ধরছি। পৃথিবীতে এখনো অনেক ছেলে আছে যারা আপনার চেয়ে অনেক বেশি কষ্টে আছে। সেই তুলনায় আপনি অনেক ভাল আছেন। সেজন্য আলহামদুলিল্লাহ বলেন। আপনি কি কখনো এটাও ভেবে দেখেছেন? নিজেকে এমনভাবে তুলে ধরেছেন তাতে আপনি গরীবের ভার বহন করছেন। তাদের ভুমিকা আপনি পালন করছেন। আপনাদের মধ্যবিত্তদের ভাব ভঙ্গি কথা বার্তা প্রকাশ দেখে মনে হয় আপনারই একমাত্র গরীব যারা দিন আনে দিন খায়। ভাই আল্লাহ কাছে শুকরিয়া আদায় করেন যে তাদের থেকে আপনি অনেক ভাল আছেন। নিজ স্থানে দাড়িয়ে একবার নিচের মানূষ গুলির দিকে তাকাবেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপানাকে কত ভাল রেখেছে। আশা করি আমার এই অল্প কথাগুলি আপনি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ,
সত্যায়ন.....................
0 Comments